কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি’র গুলিতে আহত বাংলাদেশি জেলে মোহাম্মদ কাসেমকে (৩৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কাসেমের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
গতকাল সোমবার বিকেলে সাগর থেকে মাছ শিকার শেষে তীরে আসার সময় নাফ নদীর মোহনায় মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী বিজিপির গুলিতে আহত হয়েছিল সে। টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর নাফ নদীর মোহনা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জেলে মোহাম্মদ কাসেম টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকার মৃত মনু মিয়ার ছেলে।
জেলেদের বরাত দিয়ে টেকনাফ পৌর কাউন্সিলর দিল মোহাম্মদ জানান, সোমবার সকালে স্থানীয় জেলে জাহেদ হোসেন, মো. আনোয়ার, রহমত উল্লাহ ও মোহাম্মদ কাসেম মাছ ধরার নৌকা নিয়ে সাগরে মাছ শিকারে যান। মাছ শিকার শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে তীরে ফিরে আসার সময় নাফ নদীর মোহনায় পৌঁছালে হঠাৎ করে বিজিপি’র একটি দল বাংলাদেশ জলসীমায় ঢুকে গুলি ছোড়ে।’
তিনি আরও বলেন, ‘এ সময় মোহাম্মদ কাসেম গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ জেলেকে দ্রুত মাঝিমাল্লারা চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কাসেমের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার নাফ নদীর মোহনায় বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা শুনেছেন বলে জানিয়েছেন।
তিনি জানান, বিস্তারিত জেনে বিজিপির কাছে প্রতিবাদ পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/বাজিত