‘ভিক্ষা নয় অধিকার চাই, কৃষক পরিবারের দাবির পুর্ণতা চাই’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের হরিনাকুন্ডুতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তোলা গ্রামের কৃষক পরিবারের আয়োজনে সোমবার দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান হাফিজসহ কৃষাণ-কৃষাণীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষ্মিতা সাহা।
সমাবেশে ১৩২টি গ্রামের কয়েক’শ কৃষাণ-কৃষাণী অংশ নেয়। এসময় তারা, কৃষকের ন্যায্য মুল্য নিশ্চিতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব দুর, পণ্যের সঠিক মূল্য নির্ধারন ও ষাটোর্ধ কৃষকদের পেনশসনের আওতায় আনার দাবী জানান।
বিডি প্রতিদিন/এএ