দিনাজপুরের নবাবগঞ্জের দারিয়া গ্রামে একটি বিলের উপর ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পারাপার হচ্ছে ৫০ গ্রামের মানুষ। নবাবগঞ্জের সাথে রংপুরের পীরগঞ্জ উপজেলার সংযোগস্থলে একমাত্র সেতুটির উপর দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করছে।
যেকোনো মুহূর্তে সেতুটি ভেঙে পড়ে প্রাণহানির আশঙ্কা করছে স্থানীয় এলাকাবাসী। দারিয়ারসহ ৫০ গ্রামের মাুনষের প্রাণের দাবি সেতুটি ভেঙে ফেলে নতুন সেতু নির্মাণের।
দারিয়া গ্রামের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আজিজুল হক জানান, ১৯৬৭-৬৮ অর্থ বছরে ওই ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মরহুম সলিমুদ্দিন সেতুটি নির্মাণ করেন। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার ফলেও সংস্কার ও মেরামত না করায় সেতুর বিভিন্ন স্থানে সিমেন্ট বালি খুলে পড়ে রড বের হয়েছে এবং একাধিক স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। রংপুরের পীরগঞ্জ উপজেলার সাথে সংযোগস্থল হিসেবে দারিয়া সেতুটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।
এ বিষয়ে দারিয়া গ্রাম নিবাসী ও দিনাজপুর জেলা পরিষদের সদস্য মো. ইকরামুল হক সাংবাদিকদের জানান, সামনে বর্ষা আসছে। এর আগেই সেতুটি নির্মাণ না করা হলে এলাকাবাসী সেতুর সুবিধা থেকে বঞ্চিত হবে। অচিরেই সেতুটি নির্মাণের দাবি জানান তিনি।
নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. মুনছুর রহমান সাংবাদিকদের জানান, সেতুটি পরিদর্শন করেছি। মাটি পরীক্ষার জন্য চিঠি দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে। রিপোর্ট আসলেই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।
বিডি প্রতিদিন/এমআই