বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে গণহত্যা দিবস। প্রতিবছরের ন্যায় এবারও মঙ্গলবার সকালে ঘিওর উপজেলার তেরশ্রী শহীদ স্মৃতিস্তম্ভে জাতীয় ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাচ ধারণ, পুস্পস্তবক অর্পণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটিকে স্মরণ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাভোকেট আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর উপজেলা চেয়ারম্যান মো. নুরুল ইসলাম রাজা। ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোমিন উদ্দিন খান, ঘিওর থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান, শহীদ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক স্বমেশ্বর প্রসাদ রায় চৌধুরী। সভাপতিত্ব করেন তেরশ্রী শহীদ স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ।
বিডি প্রতিদিন/হিমেল