পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার দিনব্যাপী পাবনা জেলা রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। পঞ্চম রোভারমেট কর্মশালা সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন খেলার মাঠে বিশ্ববিদ্যালয় পতাকা ও রোভার স্কাউটসের পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দীন, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির মজুমদার, পাবনা জেলা রোভার স্কাউটসের কমিশনার মো. আশরাফ আলী, সম্পাদক অধ্যাপক মো. বেলাল হোসেন, প্রক্টর মো. কামাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা রোভার স্কাউটসের কোষাধ্যক্ষ মো. আব্দুল মতীন খান।
অতিথিরা রোভার স্কাউটসের গঠন, কার্যপ্রণালী, দায়িত্ব-কর্তব্য, কর্মপরিকল্পনা, পূর্বের বছরে বাস্তবায়িত প্রোগ্রাম, আগামী বছরের জন্য রোভারদের প্রোগ্রাম চাহিদা নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বিষয়গুলো তুলে ধরেন।
দিনব্যাপী কর্মশালা বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২ তে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে শিক্ষার্থী মো. নাজমুল ইসলাম।
এ সময় পাবনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভার সদস্য, বিশ্ববিদ্যালয়ের সকল রোভার, জ্যেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ