মুঠোফোনে নীলফামারী জেলা প্রশাসককে চাকরির সুপারিশ করার অভিযোগে এক প্রতারককে আটক করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশ। মঙ্গলবার তাকে কুড়িগ্রামের নাগেশ্বরী এলাকার নিজ বাড়ি থেকে আটক করা হয়। ওই প্রতারককের নাম মমিনুল ইসলাম। তিনি নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের পূর্বরামখানা চৌধুরীটারি গ্রামের জামাল উদ্দিন চৌধুরীর ছেলে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান জানান, গত কয়েকদিন আগে অনুষ্ঠিত পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগ চলাকালে প্রধানমন্ত্রীর দপ্তর (১৫) এর পরিচালক পরিচয় দিয়ে নীলফামারী জেলা প্রশাসককে মুঠো ফোনে এক পরীক্ষার্থীর বিষয়ে সুপারিশ করেন প্রতারক মমিনুল।পরে এ বিষয়ে সন্দেহ হলে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।পরে তথ্য প্রযুুক্তি ব্যবহার করে প্রতারকের অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়। মঙ্গলবার বিকেলে ওই প্রতারককে নীলফামারী থানায় মামলা দায়ের করার সিদ্ধান্তে সেখানে নাগেশ্বরী পুলিশ প্রেরণ করে জানান নাগেশ্বরীর ওসি।
বিডি প্রতিদিন/এএম