সিলেটের বিশ্বনাথে কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় বোরো ধান (উফশী) চাষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নিামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে এ গুলো বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজীব সরকারের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, উপজেলা কৃষি
কর্মকর্তা কনক চন্দ্র রায়, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক প্রমুখ।
আলোচনা সভা শেষে ২১শ প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি করে উচ্চ ফলনশীল জাতের বোরো ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার ৩ হাজার ৭শত কৃষকদের মাঝে ক্রমান্বয়ে ২ কেজি করে হাইব্রিড বোরো ধান বীজ বিতরণ করা হবে জানান কৃষি কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এএ