নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ। রবিবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে আষাড়িয়ারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি হাতুড়ি উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কান্দারগাঁও এলাকার মজিবুর রহমানের ছেলে শেখ শফিক (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর এলাকা নামক স্থানে রাস্তার পাশের ঝোপের আড়ালে কয়েকজন ডাকাত অবস্থান করছিল। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যান।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, তারা পেশাদার ডাকাত চক্র, তাদের কাজ হলো মহাসড়কে ডাকাতি করা। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই