২৮ নভেম্বর, ২০২২ ১৭:০৫

চাঁদপুরে লঞ্চ শ্রমিকদের কর্মবিরতিতে ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরে লঞ্চ শ্রমিকদের কর্মবিরতিতে ভোগান্তিতে যাত্রীরা

সর্বনিম্ন ২০ হাজার টাকা বেতন ভাতা ও দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষতিপূরণ ১০ লাখ টাকা, চাকরি স্থায়ীকরণসহ ১০ দফা দাবিতে চাঁদপুরে চলছে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের দ্বিতীয় দিনের কর্মবিরতি। 

গতকাল রবিবার সকাল থেকে এই কর্মবিরতি শুরু হয়। এতে চাঁদপুর লঞ্চঘাট থেকে সকল রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে সাধারণ যাত্রীর চরম ভোগান্তিতে পড়েছেন। নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকা কর্মবিরতি চলবে অনির্দিষ্টকালের জন্য। 

যাত্রী সাধারণরা সমস্যা দ্রুত সমাধান করে নৌযান চালুর দাবি জানিয়েছেন। তবে শ্রমিকদের এই দাবি মালিকপক্ষের সাথে সমঝোতার আভাস পাওয়া গেলেও এখন পর্যন্ত সমাধান হয়নি।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর