২৮ নভেম্বর, ২০২২ ১৭:৪৭

শরীয়তপুরে শীর্ষে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে শীর্ষে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল

ফল প্রকাশিত হওয়ার সাথে সাথে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমণ্ডলী বাধ ভাঙা উল্লাসে মেতে ওঠেন।

এসএসসি পরীক্ষার ফলাফলে বরাবরের ন্যায় এবছরও শরীয়তপুর জেলার শীর্ষস্থান ধরে রেখেছে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশিত হয়।

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর মোট ৪৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। তার মধ্যে ৪৪১ জন পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ১৭৩ জন।

শরীয়তপুর জেলায় এটাই প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠান এক সাথে ১৭৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৯.৫৬ শতাংশ। ফল প্রকাশিত হওয়ার সাথে সাথে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমণ্ডলী বাধ ভাঙা উল্লাসে মেতে ওঠেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর