২৮ নভেম্বর, ২০২২ ২০:৫৩

মেশিনে ধান উড়ানোর সময় পাখার আঘাতে শিশুর মৃত্যু

ফুলপুর প্রতিনিধি

মেশিনে ধান উড়ানোর সময় পাখার আঘাতে শিশুর মৃত্যু

ময়মনসিংহের ফুলপুরে স্যালো মেশিনের সাহায্যে ধান উড়ানোর সময় পাখার আঘাতে হাবিবুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের সিংহেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুল্লাহ ওই গ্রামের মাজহারুল ইসলাম বাদল মিয়ার ছেলে। 

জানা যায়, উপজেলার সিংহেশ্বর গ্রামের বর্গা চাষি নজরুল ইসলাম (৫০) ও তার স্ত্রী পারুল আক্তার (৪৬) স্থানীয় আবু বাক্কার মন্ডলের বাড়িতে স্যালো মেশিনে লাগানো পাখা দিয়ে ধান উড়ানোর কাজ করেন। এ সময় পাশের বাড়ির মাজহারুল ইসলাম বাদলের ছেলে হাবিবুল্লাহ হঠাৎ করে মেশিনের নিচ দিয়ে দৌঁড় দেয়। এতে মেশিনের পাখার  আঘাতে শরীরের বাম পাশ কেটে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর