২৯ নভেম্বর, ২০২২ ২২:১১

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

প্রতীকী ছবি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার দেয়াপাড়া গ্রামে স্ত্রীর ১১ মাস পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিংড়ি ঘেরে শ্রমিক শেখ মো. জাকারিয়ারও (৫৫) মৃত্যু হয়েছে। সোমবার রাতে দেয়াপাড়া গ্রামে ফেরদাউস হাওলাদারের মৎস্য ঘের পাহারা দেয়ার সময় রবিবার রাতে ওই ঘেরে গেলে ইঁদুর মারার জন্য ছড়িয়ে রাখা বিদ্যুতের তারে পা জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। এর আগে ১১ মাস আগে স্বামীর সাথে ঘেরে দেখা করতে গিয়ে জাকারিয়ার স্ত্রী লতিফা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত মারা যান। নিহত জাকারিয়া শেখ দেয়াপাড়া গ্রামের মৃত সিদ্দিক শেখের ছেলে।

ফকিরহাট থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানায়, জাকারিয়া শেখ দীর্ঘদিন ধরে দেয়াপাড়া গ্রামের ফেরদাউস হাওলাদারের মৎস্য ঘের পাহারা দিয়ে আসছিল। সোমবার রাতে দেয়াপাড়া গ্রামে ফেরদাউস হাওলাদারের মৎস্য ঘের পাহারা দেয়ার সময় রবিবার রাতে ওই ঘেরে গেলে ইদুর মারার জন্য ছড়িয়ে রাখা বিদ্যুতের তারে পা জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। এর আগে ১১ মাস আগে স্বামীর সাথে ঘেরে দেখা করতে গিয়ে জাকারিয়ার স্ত্রী লতিফা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত মারা যান। পুলিশ সকালে চিংড়ি ঘের থেকে নিহতের লাশ উদ্ধারের পর বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্ত হয়েছে। বিকালে আইনী প্রক্রিয়া শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর