বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির ৮৪তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে ২০০ জন শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে পৌরসভা মিলনায়তনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সায়েক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক বাবুল, কমলগঞ্জ পৌর যুবলীগের সভাপতি শ্যামল পাল চৌধুরী, উপজেলা যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান, আব্দুল হান্নান, জহিরুল আলম নানু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল ও ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবুল আহমেদ প্রমুখ।
শীতবস্ত্র বিতরণের আগে কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র মো. জুয়েল আহমেদের নেতৃত্বে শহীদ শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন যুবলীগের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই