কক্সবাজারের টেকনাফে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা অভিযান চালিয়ে ৬ লিটার চোলাই মদসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে।
১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাতে গোপন সংবাদে তাদেরকে একটি ইজিবাইকসহ আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ৬ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত চোলাই মদসহ আটককৃত দুই রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম