৪ ডিসেম্বর, ২০২২ ১৯:৪৯

নকল আলুর বীজ বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

নকল আলুর বীজ বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রংপুরে আলুর বীজ নকল করায় দুই প্রতিষ্ঠানকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয় ও জেলা বীজ প্রত্যয়ন এজেন্সি নগরীর দর্শনা মোড় ও লালবাগ বাজার এলাকায় পৃথক দু'টি অভিযান পরিচালনা করে এ জরিমানা করে। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে,  নগরীর দর্শনা মোড় সংলগ্ন কিষাণ হিমাগারে আলুর বীজ নকল করে ও অনুমোদনবিহীনভাবে নাম ব্যবহার করে প্যাকেজিং ও বিপণন করার অপরাধে অ্যাপোলো ট্রেডার্সকে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া লালবাগ বাজারে অবস্থিত রংপুর চাষী ঘরকে মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয়ের অপরাধে ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃৃত্ব দেন বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন ও জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোছা: মারুফা বেগম। অভিযান পরিচালনায় সহায়তা করেন মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর