৪ ডিসেম্বর, ২০২২ ২০:৩৯

রাত পোহালেই সম্মেলন, বিলবোর্ড ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে নোয়াখালী

আকবর হোসেন সোহাগ, নোয়াখালী

রাত পোহালেই সম্মেলন, বিলবোর্ড ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে নোয়াখালী

ওবায়দুল কাদেরের নিজ জেলা নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামীকাল সোমবার। এদিকে সম্মেলনকে ঘিরে সড়কে তোরণ, বিলবোর্ড আর ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো জেলা শহর মাইজদী। সকাল ১০টায় জেলা শহর মাইজদীর শহীদ ভুলু স্টেডিয়ামে সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিরিয়ার মোশাররফ হোসেন। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর একাধিক সদস্যসহ কেন্দ্রিয় কমিটির প্রভাবশালী নেতাদের বিশেষ অতিথি করা হয়েছে। এদিকে সম্মেলনকে সফল করার জন্য স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও জেলা আওয়ামী লীগের নেতারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। সম্মেলনকে ঘিরে পুরো জেলায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সম্মেলনস্থল জেলা শহর মাইজদীসহ আশপাশের এলাকা বর্ণিল সাজে সেজেছে। তৌরণ, বিলবোর্ড আর ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো জেলা। 

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৯ সালের ২০ নভেম্বর। শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই সম্মেলনে সভাপতি হিসেবে এ এইচ এম খায়রুল আনম চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নাম ঘোষণা করা হলেও পরবর্তীতে দীর্ঘদিন ওই কমিটি পূর্ণাঙ্গ না করে এবারের সম্মেলন আয়োজনের জন্য ১৪ মাস আগে আহ্বায়ক কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। জেলা সম্মেলনের আগে ইতিমধ্যে ৯ উপজেলা ও ৭ পৌরসভা সহ সবগুলো ইউনিটের সম্মেলন শেষ হয়েছে। এবারের জেলা সম্মেলনকে সফল করে তুলতে আহ্বায়ক কমিটির পাশাপাশি জেলা সদরের এমপি একরামুল করিম চৌধুরী কাজ করছেন।

একরামুল করিম চৌধুরী বলেন, আমি আশা করছি লক্ষাধিক লোকের সমাগম ঘটবে। যেহেতু আমার উপস্থিতির কারণে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের আস্থার ঠিকানা নোয়াখালীর গর্বিত কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাকে যে নির্দেশনা দিবেন আমি সেভাবে কাজ করবো। আশা করি তিনি সঠিক সিদ্ধান্ত নিবেন। আগামী দিনে যারা দলকে সুসংঘটিত করে বিরোধী দলের আন্দোলন সংগ্রামের মোকাবেলা করতে পারবে তিনি এমন লোককে জেলার দায়িত্ব দিবেন। ইতিমধ্যে আমাকে আলোর পথ দেখিয়েছেন।

জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও নোয়াখালী পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল বলেন, সবার অংশগ্রহণে একটি ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সম্মেলনের মাধ্যমে আমাদের নেত্রী শেখ হাসিনা ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যে কমিটি উপহার দিবেন সেই কমিটির নেতৃত্বে আগামী নির্বাচনে জেলার ৬টি আসনে জয় লাভ করবে আওয়ামী লীগ। ইতিমধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে। 

এদিকে দায়িত্ব যাকেই দেওয়া হোক বিরোধ ভুলে আগামী নির্বাচনে জেলার সব আসনে নৌকার বিজয় ছিনিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা। তবে যারা দুর্দিনে দলকে সুসংঘটিত করেছে এবং নোয়াখালী আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেছে এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর