রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিলের শুনানি হবে আগামীকাল মঙ্গলবার।
নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, সাধারণ কাউন্সিলর পদে দাখিল করা ১৯৮ জনের মধ্যে ২৯ জন ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে দাখিল করা ৬৯ জনের মধ্যে ৭ জনসহ মোট ৩৬ জনের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন অফিস। এর মধ্যে ৩৪ জনই বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেছেন। এর মধ্যে সংরক্ষিত কাউন্সিলর পদে ৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন আপিল করেছেন। এসব প্রার্থীদের আশা আপিলে তাদের মনোনয়ন বৈধতা পাবে। এছাড়া মেয়র পদে দাখিল করা দশ প্রার্থীরই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী আব্দুর রউফ আশা প্রকাশ করে বলেন, আমি আশা করছি আপিলে আমার মনোনয়নপত্র বৈধতা পাবে।
এদিকে বিগত ২০১৭ সালের নির্বাচনে নির্বাচনে ১৯৩ টি কেন্দ্র ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে ১২৮টি কেন্দ্রই ঝুকি পূর্ণ ঘোষণা করা হয়েছিল। এবার আরও ৩৬ টি বেড়ে কেন্দ্রর সংখ্যা হয়েছে ২২৯টি। এর মধ্যে কতটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ তা এখন নির্ধারণ করতে পারেনি পুলিশ এমনটাই জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা।
তফশীল অনুযায়ী ৯ ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও ২৭ ডিসেম্বর ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২০১৭ সালের নির্বাচনের ভোটার সংখ্যার তুলনায় এবার ভোটার বেড়েছে ৩২ হাজার ৫৭৫ জন। বিগত নির্বাচনে ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন ভোটার থাকলেও এবার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জনে। এছাড়াও এবার স্থায়ী ভোট কক্ষ করা হয়েছে ১ হাজার ৩৪৯ টি এবং অস্থায়ী ভোট কক্ষ আছে ১৯৩ টি। এই নির্বাচনে বিভিন্ন কেন্দ্রের জন্য প্রায় ১ হাজার ৯৫০ টি ইভিএময়ের প্রয়োজন হবে।
নির্বাচন কর্মকর্তা আফতাব হোসেন বলেন, এখন পর্যন্ত পুলিশ ঝুঁকি পূর্ণ কেন্দ্রের তালিকা তাদের কাছে দেননি। আপিলের শুনানি বিভাগীয় কমিশনারের কার্যলয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন