কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত দুইজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার সাজাপ্রাপ্ত দু'জন পলাতক আসামি হোয়াইক্যং কেরুনতলী এলাকায় অবস্থন করছে- এমন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন- টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী গ্রামের গোলাম আকবরের ছেলে ফজল করিম (৩৫), একই এলাকার গুরা মিয়ার ছেলে খায়রুল বশর (৩৬)।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি কার্যক্রম শেষে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম