৫ ডিসেম্বর, ২০২২ ২৩:০০

কিশোরগঞ্জে হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৮ যানবাহনকে জরিমানা

অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জে হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৮ যানবাহনকে জরিমানা

প্রতীকী ছবি

কিশোরগঞ্জে শব্দ দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে অভিযান চালিয়ে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে আটটি যানবাহনের মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (০৫ ডিসেম্বর) বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের নতুন জেলখানা মোড়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ। এসময় উপস্থিত ছিলেন-পরিবেশ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায় ও জেলা পুলিশের একটি তদারকি টিম।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের নতুন জেলখানা মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত  হয়। এসময় সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের হর্ন চেক করা হয়। অভিযানে শব্দ দূষণকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে আটটি যানবাহনকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ। এছাড়াও জব্দকৃত হাইড্রোলিক হর্নগুলো বিনষ্ট করা হয়। পাশাপাশি শব্দ দূষণ রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।  

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর