৭ ডিসেম্বর, ২০২২ ১৭:৩৯

নেত্রকোনায় মেধার ভিত্তিতে চাকরি পাওয়া ৮২ জনকে ডিসি'র শুভেচ্ছা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় মেধার ভিত্তিতে চাকরি পাওয়া ৮২ জনকে ডিসি'র শুভেচ্ছা

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

শতভাগ স্বচ্ছতায় মেধার ভিত্তিতে বিনা খরচে চাকরি পেয়েছে নেত্রকোনার ৮২ জন চাকরি প্রত্যাশী। তাদেরকে সততার সাথে কাজ করায় উৎসাহিত করতে ব্যতিক্রমী আয়োজন করে ফুল দিয়ে অভিনন্দন জানালেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ। 

এসময় তিনি নিষ্ঠার সাথে কাজ করতে অনুরোধ করে শুভেচ্ছা জানিয়েছেন ৮২ জন ইউনিয়ন স্বাস্থ্যকর্মীকেই। মাত্র তিন দিনে পরীক্ষা নিয়ে চাকরি দেয়া ৮৬টি ইউনিয়নের ৮২ জন ইউনিয়ন স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। চাকরিতে যোগদান করে মানুষকে সেবা দেয়ার আহ্বান জানানোই ছিলো আয়োজনের মূল লক্ষ্য বলে জানান জেলা প্রশাসন। 

বুধবার (০৭ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন পরিবার পরিবার পরিকল্পনা সহকারী, পরিদর্শক ও আয়া পদে বিনামূল্যে নিয়োগপ্রাপ্তদের নিয়ে মত বিনিময় অনুষ্ঠানে নিয়োগ পরীক্ষার সভাপতি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এর সভাপতিত্বে নিয়োগ বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর