রংপুরের সাহিত্য পত্রিকা 'অঞ্জলিকা'র উদ্যোগে অনুষ্ঠিত হলো হেমন্তকালীন কবিতা উৎসব। বুধবার অনুষ্ঠিত এ উৎসবে সভাপতিত্ব করেন অঞ্জলিকা সম্পাদক কবি দিলরুবা শাহাদৎ। উৎসবে বিশেষ অতিথি ছিলেন রংপুর বেতারের উপ-আঞ্চলিক পরিচালক এএইচএম শরীফ, লেখক তৈয়বুর রহমান বাবু ও কবি জোসেফ আখতার। শুভেচ্ছা কথা বলেন শিল্পপতি মো. শাহাদৎ হোসেন।
হেমন্তকালীন কবিতা উৎসবে স্বরচিত কবিতা ও ছড়া পাঠ এবং আবৃত্তিতে অংশ নেন ডক্টর নাসিমা আখতার, বাশার ইবনে জহুর, মাহমুদ ইলাহী মন্ডল, জোসেফ আখতার, জাকির আহমদ, শরীফুল আলম অপু, ইমাদ উদ্দিন আহমেদ, এস,এম শহীদুল আলম, আসাদুজ্জামান মিলন, এইচবি লাভলী, নাহিদ শারমিন শান্তা, জিন্নাতুন নাহার, পূর্ণিমা রাজ, মোনালিসা রহমান, নাহিদা ইয়াসমিন, সেলিনা সাত্তার শেলী, রেজিনা সাফরিন, এটিএম মোর্শেদ, মাহমুদ লুৎফর, মিনু সরকার, আসাদুজ্জামান মিলন, মো. গোলাম মোস্তফা, মোরশেদ সারওয়ার জুয়েল, এসএম ইতি, ময়নামনি, প্রার্থনা, পূর্ণতা, আলমিনা আখতার মিনা, ডা. বিকে বিশ্বাস প্রমুখ।
উৎসবে গান গেয়ে শোনান শাহীল ফারহিন লিয়ন ও রওশন আরা সোহেলী। আয়োজনটি উপস্থাপন করেন মাহবুবুল ইসলাম।
বিডি প্রতিদিন/এএম