রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতা-কর্মীদের ওপর পুলিশের হামলা ও গণগ্রেফতারের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিলটি শহরের স্টেশন এলাকা থেকে বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা ডিউক ও ক্ষেতলাল উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদুল মাসুদ আঞ্জুমান, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক রেজভি আহমেদ, সরোয়ার রওশন সুমন, যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু ও মাকছুদুল করিম বাবু প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন