২ জানুয়ারি, ২০২৩ ২০:০৮

চকরিয়ায় মাদক কারবারি গ্রেফতার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

চকরিয়ায় মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা রিংভং এলাকায় চট্টগ্রামগামী একটি পিকআপে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় উখিয়া উপজেলার পালংখালীর হাকিম পাড়ার আবদুস শুক্কুরের ছেলে আবুল হাশেম ওরফে গুরা মিয়াকে গ্রেফতার করা হয়। 

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সকালে মহাসড়কে তল্লাশি চৌকি বসানো হয়। কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি পিকআপে তল্লাশি চালানো হয়। 

এসময় পিকআপে থাকা আবুল হাশেম নামের এক ব্যক্তির ব্যাগে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, এ ঘটনায় গাড়ি জব্দ ও আবুল হাশেমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 


বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর