বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে জেলা ছাত্রলীগের দুই গ্রুপের পৃথক পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রা ও ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রলীগ সভাপতি রেজাউল কবির রেজা এবং সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান এমরানের নেতৃত্বে এক গ্রুপ উপজেলা পরিষদ চত্তর থেকে শোভাযাত্রা বের করে প্রেসক্লাব চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ করে। বিদ্রোহী অপর গ্রুপ সিনিয়র সহ-সভাপতি সবুজ মোল্লার নেতৃত্বে আওয়ামী লীগ কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাহাপট্টিস্থ সিদ্দিক স্মৃতি মঞ্চে আয়োজিত ছাত্রসমাবেশে মিলিত হয়।
ছাত্রলীগের দু'গ্রুপের পৃথক পৃথক শোভাযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল থেকেই বরগুনা শহরের বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়া শহরে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটও।
বরগুনা জেলা ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের সিনিয়র সহ-সভাপতি সবুজ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্রসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির।
বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জনসমাবেশে উপস্থিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। জেলা ছাত্রলীগের একাংশের ছাত্রসমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস হোসেন মন্টু মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, জেলা যুবলীগের সভাপতি রেজাউল কবির এটম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কে এম আব্দুর রশিদ, উপজেলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুখ রঞ্জন রায় প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন