ঘন কুয়াশার সঙ্গে শীতের প্রকোপ বেড়েছে। এতে কাবু হয়ে পড়েছেন পটুয়াখালীর দুমকিসহ দক্ষিণাঞ্চলের মানুষ। বৃহস্পতিবার বেলা ১১টায় সূর্যালোকের দেখা মিললেও তাপের উষ্ণতা কম ছিল।
ফলে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। কুয়াশার কারণে সড়ক ও নৌপথে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। বুধবার রাত ৮টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত বগা ফেরী পারাপার বন্ধ রাখতে হয়েছে।
শীতে কাবু হয়ে গেছে শহর, বন্দরসহ প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ। বিশেষ করে উপকূলীয় চরাঞ্চলের ছিন্নমূল পরিবারগুলোতে শীত কষ্টে পড়েছেন বৃদ্ধ-শিশুসহ সর্বস্তরের মানুষ। উপজেলার লেবুখালী ও কদমতলায় আশ্রয়ণ প্রকল্পের শীতার্ত অসহায় পরিবারগুলোর অবর্ণনীয় কষ্ট ভোগ করতে দেখা গেছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, দুমকি উপজেলার ৫টি ইউনিয়নে শীতার্তদের মাঝে বিতরণের জন্য ৫০০ পিস কম্বল প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকেও সমসংখ্যক শীতার্ত পরিবারকে কম্বল পদান করা হয়েছে।
শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম জানান, উপজেলা প্রশাসনের দেওয়া কম্বলগুলো তার ইউনিয়নের শীতার্ত গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে।
তবে তিনি বলেন, চাহিদার সিকিভাগও বরাদ্দ দেওয়া হয়নি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ