জাতীয় সংসদের ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনের উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী(ওয়ার্কার্স পার্টি) ১৪ দলীয় জোট,হাফিজ উদ্দীন আহম্মেদ (জাতীয় পার্টি), সিরাজুল ইসলাম (বিএনএফ),এমদাদুল হক (জাকের পার্টির), সাফিআল আসাদ(ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপি), গোপাল চন্দ্র রায় (স্বতন্ত্র)।
ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ পৌরসভাসহ ১০টি ইউনিয়ন ও রানীশংকৈল উপজেলার রানীশংকৈল পৌরসভাসহ ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও-৩ আসন। দুই উপজেলা মিলে এই আসনটিতে ভোটার সংখ্যা তিন লাখ ২৪ হাজার ৭শ ৩৯জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ২শ ৩৫ জন ও নারী ভোটার সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৫শ ৪ জন।
উপ-নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই হবে ৮ জানুয়ারি, বাছাইয়ের বিরুদ্ধে আপিলের শেষ তারিখ ১১ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি। আর প্রতীক বরাদ্দ ১৬ জানুয়ারি। সবশেষে এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে পহেলা ফেব্রুয়ারী। প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করে নির্বাচনে জয়ী হলে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার করেন প্রার্থীরা।
বিডি প্রতিদিন/এএ