লালমনিরহাটের বিসিক শিল্প নগরী এলাকায় ট্রাক চাপায় আলেয়া বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। আদিতমারী থানার এস আই আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিসিক শিল্প নগরী এলাকায় লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে আনোয়ার হোসেন (৫০) বলেন, আমার মা দীর্ঘদিন হতে অসুস্থ। এ জন্য আজ ডাক্তার দেখার জন্য তাকে লালমনিরহাটে নিয়ে যাওয়ার পথে পাটগ্রাম থেকে লালমনিরহাটের দিকে আসা একটি মালবাহী ট্রাক আমার ভ্যানটিকে ক্রস করার সময় ধাক্কা দিলে মা রাস্তায় পড়ে যায়। এসময় আমার মায়ের মাথার উপর দিয়ে ট্রাকটি চলে গেলে সাথে সাথেই আমার মা মারা যায়। নিহত আলেয়া বেগম পুর্ব কালমাটি করিম বাজার এলাকার মৃত রজব আলীর স্ত্রী বলে জানান পুলিশ।
আদিতমারী থানার এস আই আমিনুল ইসলাম বলেন, ডাক্তার দেখার জন্য লালননিরহাটে যাওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই মহিলা মারা যায়। আমরা এ খবর শোনা মাত্র ঘটনাস্থলে এসে নিহতের সুরতহাল শেষে থানায় লাশ নিয়ে যাই। এরপর পরিবারের কাছে লাশ হস্তান্তর শেষে দাফনের অনুমতি দেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম