নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় দুলাল হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন দিয়েছেন আদালত। সেই সঙ্গে আরও অর্ধলাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট রকিবউদ্দিন আহমেদ রাকিব বলেন, কন্যা শিশুকে ধর্ষণ মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযুক্ত আসামী দুলাল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। রায় ঘোষণার সময় আসামী আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে সদর থানাধীন আল আমির রোড শহীদ নগর ডিয়ারা শুকুমপট্রি মালেক সাহেবের বাড়ির আসামী দুলাল হোসেনের ঘরে ভিকটিম শিশুকে ধর্ষণ করে। পরে ভিকটিমের বাবা এর একদিন পর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে পুলিশ আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর আদালতে মামলার বিচার শুরু হয়।
বিডি প্রতিদিন/এএম