বাগেরহাটে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক জব ফেয়ারে বিদেশ গমনের জন্য ৩৫০ জন প্রশিক্ষিত যুবক বোয়েসেলে (বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড) নিবন্ধন করেছেন। সোমবার দিনভর বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত জব ফেয়ারে এসব প্রশিক্ষিত যুবক সরকারি ব্যবস্থাপনায় বিদেশে যেতে নাম রেজিস্ট্রেশন করেন।
বাগেরহাটে সরকারি এই জব ফেয়ারে প্রধান অতিথির বক্তব্যে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন বলেছেন, আর্থিক উন্নতি ও ভালো আয় করতে অনেক যুবকই বিদেশ যেতে চায়। তবে সাধারণ মানুষের বিদেশ যাওয়ার প্রক্রিয়া ও কাজ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। এসব যুবকরা বিদেশ যাওয়ার জন্য দালাল ও এজেন্সির কাছে ধরনা দেন।
অধিক টাকা দেয়ার পরও তাদের অধিকাংশই দালাল দ্বারা প্রতারিত হন, জমি বিক্রি ও ঋণের টাকা হরিয়ে নিঃস্ব হয়ে যান। এখন বিদেশ যাওয়ার জন্য দালাল না ধরে, বিদেশি ভাষাসহ প্রশিক্ষিত হয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোয়েসেলে নিবন্ধন করে সরকারিভাবে কম খরচে বিদেশ যাওয়ার সুযোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে জব ফেয়ার অনুষ্ঠানে বোয়েসেলের কোম্পানি সচিব এসএম শফিক আমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজ আল আসাদ, বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ মো. জিয়াউল হক, বোয়েসেলের ব্যবস্থাপক মো. হাবিবুল্লা খান বক্তব্য রাখেন। বাগেরহাট জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সরকারি এই জব ফেয়ারে এক হাজারের অধিক বিদেশগামী যুবক উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই