দিনাজপুর চিরিরবন্দরে লুনার চেয়ারম্যান মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে ৮টি দল অংশ নেয়।
বৃহস্পতিবার বিকালে ফাইনাল খেলায় দিনাজপুর নওশীন প্রমিলা ফুটবল একাডেমি ২-১ গোলের ব্যবধানে লালমনিরহাট ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। রাতে পুরস্কার বিতরণ করা হয়। ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফতেজংপুর ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ লুনারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খেলার প্রধান পৃষ্ঠপোষক চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুনিল কুমার শাহা, খেলার প্রধান উপদেষ্টা বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লায়লা বানু।
বিডিপ্রতিদিন/কবিরুল