সিলেটে ভারতীয় মদের চালানসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকাল সোয়া ৬ টার দিকে বিয়ানীবাজার থানাধীন মইয়াখালি গ্রামে অভিযান চালিয়ে কালাম আহমদ নামে ওই যুবককে আটক করা হয়।
আটককৃত কালাম ওই গ্রামের মৃত মড়াই মিয়ার ছেলে। তার বসতঘরের পেছন থেকে পুলিশ ২৬০ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করে।
বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় জানান, আটক কালাম আহমদের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে। তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল