পাবনায় গত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় আহত আলিফ হোসেন (২৪) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় তিনি মারা যান।
এর আগে মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে ঈশ্বরদীর মুলাডুলি বাজারের ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন (২৫) নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা বন্ধু আলিফ হোসেন গুরুতর আহত হয়েছিল।
তিন দিন চিকিৎসাধীন থাকার পর আলিফ মারা গেলে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। নিহত মামুন মুলাডুলি রেলগেট এলাকার ব্যবসায়ী ইসমাইল হোসেনের ছেলেে এবং আলিফের বাড়ি ফরিদপুর গ্রামে। ওই এলাকার বুলবুল হাসনাত পল্লবের ছেলে।
পাবনার পাকশী হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের সাতমাইল এলাকায় মোটর সাইকেল ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মামুন মারা যান। গুরুতর আহত আলিফকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৯টায় আলিফ মারা যান।
পুলিশ ঘাতক পিকআপভ্যানটি আটক করেছে। এ ঘটনায় চালককে আসামি করে মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল