টানা ৬৪ দিন হেঁটে দেশের ৬৪ জেলা ভ্রমণ করে রাজবাড়ীতে ফিরছেন শিক্ষার্থী মো. ইউসুফ ইকবাল (২২)। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে মাঠে এসে যাত্রা সমাপ্ত করেন তিনি। গত বছরের ১০ নভেম্বর (বৃহস্পতিবার) কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তিনি পায়ে হেঁটে আনুষ্ঠানিকভাবে দেশের ৬৪ জেলা ভ্রমণের জন্য যাত্রা শুরু করেন।
ইউসুফ ইকবাল রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের তোফাদিয়া গ্রামের মো. দেলোয়ার মন্ডলের ছেলে। তিনি ২০২০ সালে এইচএসসি পাশ করে উচ্চ শিক্ষার জন্য অপেক্ষায় রয়েছেন।
জানা গেছে, মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা, তরুণদের মানিবক ও রক্তদান কর্মসূচি ও বৃক্ষ নিধনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ৬৪ দিনে ৬৪ জেলায় ভ্রমণের উদ্যোগ গ্রহণ করেন তিনি। ইউসুফ প্রায় ৩ হাজার ৩৬০ কিলোমিটার পায়ে হেঁটে ৬৪ জেলা ভ্রমণ করেন বলে দাবি করেন।
৬৪ জেলার ভ্রমণ শেষে রাজবাড়ীতে আসলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে স্বাগত জানান। তারা বলেন, যেকোন সচেতনা সৃষ্টি করতে পারলে দেশ ও জাতি উপকৃত হবেন। আমাদের দেশে সচেতনার অভাব রয়েছে। সেটি সৃষ্টি করেছেন মো. ইউসুফ ইকবাল।
প্রসঙ্গত, ২৪ ঘণ্টায় ১৩০ কিলোমিটার হাঁটার রেকর্ড রয়েছে ইউসুফের। গত বছরের ১২ ফেব্রুয়ারি খুলনা রেলওয়ে স্টেশন থেকে হাঁটা শুরু করে ১৩ ফেব্রুয়ারি রাতে কালুখালীতে আসেন ইউসুফ। এর আগে ২০২১ সালের ২৬ নভেম্বর রাতে ঢাকার মিরপুর মাজার রোড থেকে দৌড়ে কালুখালীতে ১৪ ঘণ্টায় আসার রেকর্ড রয়েছে তার। এছাড়া নিজেকে ফিট রাখতে প্রতিদিন ৩০ কিলোমিটার হাঁটেন এই ইউসুফ ইকবাল।
বিডি প্রতিদিন/হিমেল