নিজ জমিতে চাষাবাদের সময় পাওয়ার টিলার উল্টে কৃষক রুবেল মিয়া (৩২) মারা গেছেন। শুক্রবার দুপুরে নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
পরে এলাকাবাসী ও স্বজনরা রুবেলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রুবেল শ্রীরামপুর গ্রামের হাজি আব্দুর রহিমের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানায়, এবছর বোরো আবাদের জন্য জমি তৈরি করতে পুরোদমে হালচাষ শুরু হয়েছে। তারা নিজেদের জমিতে নিজেরাই চাষাবাদ করছেন। রুবেল সকাল থেকেই বিভিন্ন জমিতে চাষ দিচ্ছিলেন পাওয়ার টিলার দিয়ে। দুপুরে সড়ক থেকে একটি জমিতে নামার সময় উলটে চাকার নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করলে খবরে পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। এসময় কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের লোকজন।
নিহতের বড় মো. সাইদুর রহমান জানান, তারা ভাইয়েরা মিলেই নিজেদের প্রায় ৫০-৬০ কাঠা জমি চাষাবাদ করেন। খরচ কমাতে নিজেরাই কিনে নিয়েছেন পাওয়ার টিলার। ছোট ভাই রুবেল নিজেই চালাতে পারে। তাই সে চালায়। সড়ক থেকে নিচে নামার সময় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মো. আতিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় এসেছেন লাশ নেয়ার জন্য।
বিডি প্রতিদিন/নাজমুল