কিশোরগঞ্জের ইটনায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
ইটনা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আজ শনিবার দুপুরে উপজেলার দুই হাজার শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন এমপি তৌফিক।
এ সময় ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর খসরু, সাবেক সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল ইসলাম ঠাকুরসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ