ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে বাসচাপায় শাহিদা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জনতা সড়ক অবরোধ করে বিক্ষেভ করে। শনিবার সকালে মহাসড়কের দেবপাড়া ইউনিয়নের আইনগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শাহিদা বেগম উপজেলার সদরঘাট গ্রামের আব্দুন নুরের স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বদরদী গ্রামে বোনের বাড়িতে যাচ্ছিলেন শাহিদা বেগম। আইনগাঁও এলাকায় মহাসড়ক পারাপার হওয়ার সময় হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
পরে উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।
শেরপুর হাইওয়ে থানার (ওসি) পরীমল চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম