খাগড়াছড়ির সদরের গোলাবাড়ি ইউনিয়নের মধুবাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সাকিব আল হাসান নামে এক ব্যক্তিকে র্অধ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিট্রেট খাগড়াছড়ি সদর উপজেলার এসিল্যান্ড মো. এরফান উদ্দিন অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফান উদ্দিন জানান, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১৫(১) ধারায় সাকিব আল হাসান নামক এক ব্যক্তিকে অর্ধ লাখ টাকা জরিমানা করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত