নাটোরের লালপুরে কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মৃধা সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
জানা যায়, গত ১ জানুয়ারি বিকেল তিনটার দিকে উপজেলার ডাঙ্গাপারা চিলান এলাকায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।
সাবেক ইউপি সদস্য রেজাউল করিম বলেন, ডাঙ্গাপাড়া চিলান গ্রামের ওসমান গনির সঙ্গে মোজাম জোয়ার্দ্দারের জমি-সংক্রান্ত বিরোধ রয়েছে। সেই বিরোধ নিরসনের জন্য কদিমচিলান ইউনিয়ন পরিষদে সালিশ হয়। ওই সালিসে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় গত ৪ জানুয়ারি এজাহারনামীয় সাতজনের নামে থানায় মামলা হয়েছে। আসামিদের সাতজন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়।
বিডি প্রতিদিন/এমআই