গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মূল ভাবন হস্তান্তর অনুষ্ঠান হয়েছে।
আজ সোমবার দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ও কমিউনিটি স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।
হাসপাতালে পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন হাসপাতালে সাবেক পরিচালক ড. মোঃ সিরাজুল ইসলাম মোল্লা ও কোটালীপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার।
এই অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, নার্সসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন