সিরাজগঞ্জের কামারখন্দে ৩২ লাখ টাকা মূল্যের ৩২৬ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব। সোমবার বিকেলে কামারখন্দের ধোপাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি সিরাজগঞ্জের বেলকুচি থানার দুলগাগড়া খালী এলাকার মোবারক হোসেনের স্ত্রী ও মৃত কছিম উদ্দিন সরকারের মেয়ে।
র্যাব-১২ এর লেফটেন্যান্ট কমান্ডার আবুল হাশেম সবুজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২ লাখ টাকা মূল্যের ৩২৬ গ্রাম হেরোইনসহ একজন নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত মাদক কারবারী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সরবরাহ করে আসছিল। আটককৃতের বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ তাকে কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
বিডি প্রতিদিন/হিমেল