বাগেরহাটের মোংলা বন্দরের জেটিতে এই প্রথম দৈত্যাকার দুটি কন্টেইনার জাহাজ নোঙ্গর করেছে।
গতকাল রবিবার সন্ধ্যায় দেশের দ্বিতীয় এই আন্তর্জাতিক বন্দরের ৮ ও ৯ নম্বর জেটিতে ১৮৬ মিটার দৈর্ঘ্যের পানামা পতাকাবাহী ‘এম ভি মার্কস জার্কাতা’ ও ১৮৫ মিটার দৈর্ঘ্যের পর্তুগাল পতাকাবাহী ‘এম ভি ইউভেনা জাহাজ’ নোঙ্গর করে।
জাহাজ দুটি হিমায়িত (মাছ), পাটজাত দ্রব্য ও গার্মেন্টস পণ্য নিতে মোংলা বন্দরে এসেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য জানিয়েছে।
বিদেশি জাহাজ দুটির শিপিং এজেন্ট ওশান ট্রেড লিমিটেড শিপিংয়ের ম্যানেজার শিপিং এম এন আলম জানান, এই প্রথম একই দৈর্ঘ্যের দুটি কন্টেইনার জাহাজ মোংলা বন্দরে এসেছে। জেটিতে নাব্য সংকট দূর হওয়ায় একসাথে মাদার এই ভ্যাসল দুটি মোংলা বন্দর জেটিতে আনা সম্ভব হয়েছে।
তিনি বলেন, দুটি জাহাজে ২৪৭টি কন্টেইনার খালি এসেছে। এগুলো পণ্য বোঝাই করে কাল ও পরশু মোংলা বন্দর ত্যাগ করবে। আজ সোমবার একটি একই দৈর্ঘ্যের ‘কোটা রোকন’ নামে আরও একটি কন্টেইনার জাহাজ জেটিতে ভিড়বে বলেও জানান তিনি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ মূসা বলেন, ‘দেশের রপ্তানি বাণিজ্যের দ্বিতীয় লাইফ লাইন মোংলা বন্দর ইনার বার পশুর নদীতে ১৩ মিটার গভীরতার জাহাজ বন্দর জেটিতে সরাসরি নিয়ে আসতে বড় বাজেটের নিয়মিত ড্রেজিং করা হচ্ছে। ফলে এখন যেকোন বিদেশি জাহাজ অনায়াসেই এই জেটিতে নোঙ্গর করছে। এর আগে জেটিতে নাব্য সংকট থাকায় অনেক গভীরতা এবং বড় দৈর্ঘ্যের জাহাজ ভিড়তে সমস্যা হত। এখন সেই সংকট নেই। মোংলা বন্দর দিয়ে গাড়ি আমদানির পাশাপাশি এখন গার্মেন্টস পণ্যও বিদেশে রপ্তানি হচ্ছে। আগামীতে মোংলা বন্দরে এভাবে একই সাথে অনেক বড় বড় মাদার ভেসেল বন্দর জেটিতে নোঙর করানো হবে।'
বিডি-প্রতিদিন/বাজিত