মুন্সিগঞ্জে শ্রীনগরে আলম খান-তহুরুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের খাহ্রা সবুজ সংঘ মাঠে ২ দিনব্যাপী পৌষ মেলা অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম খানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. মোয়াজ্জেম হোসেন।
আরো বক্তব্য রাখেন পৌষ মেলা উদযাপন কমিটির আহবায়ক বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল হোসেন মাস্টার প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন পাটাভোগ ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ্ খান মুন, ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী শাহাদাত হোসেন, বাড়ৈখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত পৌষের মেলায় বিভিন্ন খাবার ও পণ্য সামগ্রীর ৫৮টি স্টল বসে। আনন্দ ও উৎসবমূখর পরিবেশে দূরদুরান্ত থেকে বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ ও শিশু দর্শনার্থীর আগমন ঘটে পৌষের মেলায়। এছাড়াও লোকজ সংগীতসহ গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়।
মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি কৃষ্টি ও ঐতিহ্যকে লালনকারী জনকল্যাণমূলক আলম খান-তহুরুন্নেসা ফাউন্ডেশন এই পৌষ মেলা আয়োজনের মাধ্যমে আবহমান বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছেন যা ওই এলাকার মানুষকে আনন্দে ভাসিয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন