বগুড়ার শাজাহানপুরে ৪৯টি চোরাই মোবাইলফোনসহ সোহাগ হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার বড়পাথার গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহাগ বগুড়া সদরের চেলোপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আনোয়ার হোসেন।
শাজাহানপুর থানার ওসি মো. আব্দুল কাদের জিলানী জানান, টঙ্গিতে চলা বিশ্ব ইজতেমার ময়দান থেকে মুসল্লীদের মোবাইল চুরি করে শাজাহানপুরে আত্মগোপন করেছিল সে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোনগুলোসহ সোহাগকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএম