গরু ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় দুই লক্ষ ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় খেলনা পিস্তলসহ এক ব্যক্তি গ্রামবাসীর হাতে আটক হয়েছেন। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে গ্রামবাসী তাকে গণপিটুনি দিয়ে সোমবার সকালে পুলিশের হাতে তুলে দেয়।
ডিবি পুলিশ পরিচয় দেওয়া আটককৃত ওই ব্যক্তি পাবনা জেলার সদর থানার খোদাইপুর ইউনিয়নের আবুল কাশেমের ছেলে মো. মনিরুল ইসলাম (৪০)। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একটি সাদা মাইক্রোযোগে খেলনা অস্ত্রসস্ত্রসহ ৯ জন ব্যক্তি ডিবি পুলিশের পোশাক পরিধান করে গত রবিবার দিবাগত রাত দুইটার দিকে গোবিন্দপুর গ্রামের আমজাদ আলীর ছেলে গরু ব্যবসায়ী মো. আরোপ আলীর (২৯) বাড়িতে প্রবেশ করে। সেসময় আরোপ আলীকে ডেকে ডিবি পুলিশের পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা টাকা-পয়সা আনতে বলেন। ভয়ে আরোপ আলী ঘরে থাকা নগদ দুই লক্ষ ৭০ হাজার টাকা এনে তাদের হাতে তুলে দেন। টাকা নিয়ে তারা দ্রুত গাড়িতে ওঠে চলে যাওয়ার সময় এলাকাকাসী টের পেয়ে যায়। এসময় ডিবি পরিচয়দানকারীরা মনিরুল ইসলামকে রেখেই পালিয়ে যান। পরে গ্রামবাসী মনিরুলকে আটক করে ব্যাপক মারপিট করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ সোমবার সকালে তাকে হেফাজতে নেন।
এবিষয়ে ওই গুরু ব্যবসায়ী মো. আরোপ আলী জানান, রাত দুইটার দিকে ডিবির পোশাক পড়ে অস্ত্রসহ ৯ জন তার বাড়িতে আসেন। অস্ত্রের মুখে তাকে জিম্মি করে ঘরে থাকা টাকা পয়সা আনার জন্য ভয়-ভীতি প্রদর্শন করেন। পরে ঘরে থাকা দুই লক্ষ ৭০ হাজার টাকা এনে দিলে ডিবিরা দ্রুত চলে যাওয়ার পায়তারা করে। টের পেয়ে এসময় গ্রামবাসী ছুটে আসলে একজনকে রেখেই তারা গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন জানান, খেলনা পিস্তলসহ একজনকে আটক করে পুলিশের কাছে সোপার্দ করেছে জনগণ। এ সংক্রান্ত থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল