বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল সোমবার প্রকাশিত হয়েছে। পাশের হার শতকরা ৬৩ দশমিক ৬০।
বাউবি’র এইচএসসি-২০২২ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ৮৮,১০০ জন। এ পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে ৭৫,৫৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চুড়ান্ত পরীক্ষায় ৩৩,৭৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২১,৪৬১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মেজবাহ উদ্দিন তুহিন মঙ্গলবার দুপুরে এসব তথ্য জানান।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে ৯৩ জন অ+, ২৮৪৪ জন অ, ৭,৩৩৭ জন অ-, ৮,০৮১ জন ই, ৩০২৪ জন ঈ এবং ৮২ জন উ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১২,৩১৬ জন ছাত্র এবং ৯,১৪৫ জন ছাত্রী।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ