হিমালয়ের পাদদেশে হওয়ায় দিনাজপুরে শীতের তীব্রতা বেশি। এই কারণে নিম্ন আয়ের মানুষসহ সুবিধাবঞ্চিত পরিবারগুলো কষ্টে জীবনযাপন করছে। এই হাড়কাঁপানো শীতে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।
অন্যান্য জেলার পাশাপাশি উত্তরের অবহেলিত দিনাজপুরের শীতার্ত মানুষের পাশে শীতের উপহার নিয়ে হাজির হয়েছে বসুন্ধরা।
মঙ্গলবার সকালে দিনাজপুর শহরের সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এই জেলায় শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়। বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় এই সব মানুষদের হাতে উপহার তুলে দিচ্ছেন কালের কণ্ঠ শুভসংঘের সদস্যরা। এই দরিদ্র পরিবারগুলো বসুন্ধরার উপহার পেয়ে বেশ খুশি।
এদিকে পত্রিকার হকার্সরা বসুন্ধরা গ্রুপের উপহার পেয়ে বেশ খুশি এবং জানালেন তাদের অনুভূতির কথা। শীত নিবারণের জন্য বসুন্ধরা গ্রুপের মত সকলকে এগিয়ে আসা অনুরোধ করেন তারা।
অপরদিকে কালের কণ্ঠ শুভসংঘের সদস্যরা “শুভ কাজে সবার পাশে” থাকার শ্লোগান নিয়ে বসুন্ধরার উপহার এইসব মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছে। দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় মঙ্গলবার ও বুধবার ৩ হাজার পরিবারের মাঝে বসুন্ধরা গ্রুপের শীত উপহার পর্যায়ক্রমে তুলে দেয়া হচ্ছে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘের কেন্দ্রীয় কমিটির পরিচালক জাকারিয়া জামান, কর্ম ও পরিকল্পনা সম্পাদক মোঃ আবীর খান, দিনাজপুর সরকারী কলেজ শাখার উপদেষ্টা দেলোয়ার হোসেন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন, কালের কণ্ঠ শুভসংঘের জেলা সভাপতি রাসেল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন পারভেজ।
বিডি প্রতিদিন/নাজমুল