বাংলাদেশের স্বাধীনতা ও সংবিধান সম্পর্কে বিএনপির কেন্দ্রীয় দুই নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আব্দুল আওয়াল মিন্টুর কুরুচিপূর্ণ বক্তব্যে তাদের গ্রেফতার ও শাস্তির দাবিতে টাঙ্গাইলের মির্জাপুরে মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে মির্জাপুর পুরাতল বাসস্ট্যান্ডে উপজেলা মুক্তযোদ্ধা কমপ্লেক্সের সামনে তারা এই মানবন্ধন করে।
এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমন্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাসের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহামুদ, পৌরসভার সাবেক দুই মেয়র শহীদুর রহমান ও মোশারফ হোসেন মনি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী ও সৈয়দ ওয়াহিদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ