খাগড়াছড়িতে জেলা প্রশাসের আয়োজনে ও জেলার সকল ব্যাংকের ব্যবস্থাপনায় দিনব্যাপী কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা শহরের টাউন হল প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দিনব্যাপী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।
বাংলাদেশ কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ লকিত উলাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা কৃষি সপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার,খাগড়াছড়ি জেলার সোনালী ব্যাংকের ব্যবস্থাপক সমর কান্তি ত্রিপুরা।
এ ঋণ মেলায় জেলার মোট ১২টি ব্যাংক অংশগ্রহণ করে। অনুষ্ঠানে মোট ৪৬জনের মাঝে কৃষি ঋণ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/নাজমুল