ফেসবুকে পরিচয়ের পর সহযোগিতা চেয়ে অপহরণ চেষ্টা মামলায় এক তরুণীসহ তার তিন সহযোগীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আটককৃতদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়। এর আগে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের আটক করে।
আটককৃত শামীমা আক্তার সুমি ঠাকুরগাঁও জেলার বালিয়া ইউনিয়ন বগুলাডাঙ্গী গ্রামের ও আলম নীল, হারুন অর রশীদ, আল আমিন সজল একই জেলার বাসিন্দা বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, আটক শামীমা আক্তার সুমি ফেসবুকের মাধ্যমে এক ভুক্তভোগীর সঙ্গে পরিচয় হয়। পরে তাকে চাকরির ব্যাবস্থা করে দেওয়ার অনুরোধ করে দেখার প্রস্তাব দেয় শামীমা আক্তার সুমি। তরুণীর কাছে এমন সাড়া পেয়ে সোমবার দুপুরে দশমাইলে আসেন ভুক্তভোগী। এসময় ওই তরুণী বাবার বাড়িতে নামিয়ে দিতে অনুরোধ করে ভুক্তভোগীর মোটরবাইকে উঠে বসেন। দিনাজপুর-দশমাইল মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বাঁশেরহাটে তাদের মোটরবাইক আটকিয়ে তরুণীর সহযোগী তিন বন্ধু প্রশাসনের পরিচয় দিয়ে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে, সাথে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় ভুক্তভোগীর। তাদের অসৎ উদ্দ্যেশ্য বুঝতে পেরে চিৎকার করতে থাকলে স্থানীয়দের সহযোগিতায় রক্ষা পান তিনি। স্থানীয়রা তাদের আটক করে ৯৯৯ ফোন করে পুলিশে খবর দেয়। তাৎক্ষণিক পুলিশ এসে ওই তরুণী ও তার সহযোগীদের থানায় নিয়ে আসে।
এ বিষয়ে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার আটককৃতদের কোর্টে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ