ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার সময় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় মো. স্বপন মিয়া (৫০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন কুমিল্লার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে মো. স্বপন মিয়া (৫০)।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, সকালে ভারতে যাওয়ার উদ্দেশে ইমিগ্রেশনের বহির্গমন ডেস্কে তার পাসপোর্ট জমা দিলে পাসপোর্ট যাচাই-বাছাই করার সময় তার পাসপোর্টটি ইমিগ্রেশন ডাটাবেইজে কালো তালিকায় দেখায়। এসময় ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তার বিরুদ্ধে গত বছরের ৮ ডিসেম্বর তিতাস থানায় একটি হত্যা মামলা হয়। সেই হত্যা মামলার অন্যতম আসামি সে। মামলা থেকে বাঁচার জন্য ভারতে পালিয়ে যাচ্ছিলেন।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ দেওয়ান মোর্শেদুল হক জানান, আটক স্বপনের পাসপোর্ট নাম্বারটি ইমিগ্রেশন ডাটাবেইজে কালো তালিকার অন্তর্ভুক্ত ছিল। তার বিরুদ্ধে গত বছরের ৮ ডিসেম্বর কুমিল্লার তিতাস থানায় একটি হত্যা মামলা রয়েছে। সকালে ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় স্বপনকে আটক করা হয়েছে। পরে তাকে আখাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা